27.10.12

Modem will automamitically be added to the net বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন


আপনার ইন্টারনেট মোডেম অটো কানেক্ট হয়ে যাবে:
 আপনার ইন্টারনেট মোডেমটি এখন হইতে নিজে নিজেই কানেক্ট হয়ে যাবে। কাজটি খুব সহজ, যাহাতে ব্যবহৃত হবে অতি ছোট একটি সফটওয়্যার। মোডেম দিয়ে আমরা যখন ইন্টারনেট চালাই তখন ঘন্টায় বহুবার কানেক্ট করতে হয়।
অনেকে এ কানেক্টের যন্ত্রনায় ভোগের জন্য আজ আমার এ পোষ্ট। যারা ডাউনলোড দিয়ে অন্যান্য কাজ-কর্ম করে বা রাতে বড় কোন ফাইল বা সফটওয়্যার ডাউনলোড দিয়ে ঘুমিয়ে যান, সকাল বেলায় ঘুম থেকে জেগে উঠে দেখেন যে, ডাউনলোড বন্ধ হয়ে আছে, কোন কাজ হয়নি বা ডিসকানেক্ট হয়ে আছে, তাদের জন্য এই ছোট একটি মজার সফটওয়্যার। সফটওয়ারটি ইন্সটল দেওয়ার পর মোডেম অটো কানেক্ট হয়ে যাবে, আপনাকে কিছুই করা লাগবে না। এখন এখান http://www.mediafire.com/?51p5p2fqr4b6828 থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এই কাজটা আপনি ইচ্ছে করলে ম্যানুয়েলি করে নিতে পারেন। এ জন্য আপনাকে যা করতে হবে:Start>settings>Network connections>Connection (আপনার ব্যবহৃত মোডেমের উপর রাইট ক্লিক)>Right click>Properties>এ ক্লিক এরপর যে ডায়ালগ বক্স আসবে তাতে উপরে Options-এ ক্লিক>Redial if line is dropped এর বামে চেক বক্সে ঠিক চিহ্ন দিয়ে>ok দিয়ে বের হয়ে আসুন। ব্যাস আপনার কাজ শেষ, এখন যতবার Line drop হবে Windows automatic connect করে নিবে

No comments: