4.11.12

By the antivirus online file clean বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন


  ‌আর নই ভাইরাসের ভয় এক ক্লিকে ক্লিন হয়!

সহজে অনলাইনে অর্ধশত এন্টিভাইরাস দ্বারা ফাইল ক্লিন করুন। এখন থেকে আপনার কম্পিউটার যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তাহলে দুচিন্তার কোন কারণ নেই। আপনার শুধু দরকার ইন্টারনেট কানেকশন। কম্পিউটারের সব ধরনের ফাইলের ভাইরাস বা ম্যালওয়্যার স্ক্যান করার জন্য একটি বিশেষ ওয়েব সাইট রয়েছে। যার মধ্যে www.virustotal.com অন্যতম। এই সাইটে প্রায় অর্ধশত এন্টিভাইরাস রয়েছে, যার মধ্যে ক্যাসপারস্কি, এভিরা, বিট ডিফেন্ডার, ই-সেফ, মাইক্রোসফট, ম্যাকাফি, সিমেনটিক, পিসি টুলস, এভিজি, পান্ডা, এভাষ্ট, কমোডো, ড.ওয়েব অন্যতম। সাইটটিতে সরাসরি ফাইল আপলোড করে স্ক্যান করা যাবে। প্রথমে আপনি সাইটিতে প্রবেশ বা লগিং করার পর হোম পেইজের বা পর্দার মাঝখানে ফাইল সিলেক্ট করার জন্য একটি খালি জায়গা রয়েছ যার ডান পাশে choose file-এ ক্লিক করে আপনার কম্পিউটারের একটি ফাইল সিলেক্ট করুন এরপর এন্টিভাইরাস টোটালের হোম পেইজের মাঝে choose file এর কাছাকাছি একটু নিচে Scan it-এ ক্লিক করুন এরপর আপনার ফাইলটি ভাইরাস স্ক্যান হতে থাকবে। স্ক্যান শেষ হলে রিপোর্ট দেখাবে, এরপর এই ফাইলে আপনার কাজ শেষ। এরপর হোম পেইজের পর্দার উপরে virustotal.com লেখাতে ক্লিক করুন এরপর পূর্বের ন্যায় ফাইল সিলেক্ট করে স্ক্যান করুন। উল্লেখ্য যে, 32MB (৩২মেগাবাইট) পর্যন্ত ফাইল আপলোড করা যাবে এবং তবে ফোল্ডার সিলেক্ট করা যাবেনা শুধু যেকোন ফাইল সিলেক্ট করা যাবে। বড় ফাইলকে প্রয়োজনে zip বা RAR  করে ছোট করে তারপর স্ক্যান করুন, ফাইলকে ছোট করার জন্য সফটওয়্যারটি ডাউনলোড করতে http://sharecash.orgএছাড়াও বড় ফাইলকে ভাইরাস টোটাল আপলোডার থেকে আপলোডার ডাউনলোড করে যা সেন্ড-তে ব্যবহার করা যাবে। ডাউনলোডার সাইট হলোwww.virustotal.com/advanced.html স্ক্যান করার জন্য টেষ্ট করে দেখতে পারেন কারণ সব সময় ভাইরাস আপডেড করার ঝামেলা থেকে মুক্তির এটাই একমাত্র উপায়, ধন্যবাদ

No comments: