10.11.12

Easily submimission of search engines বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন


সহজে ওয়েব সাইটকে চার্জ ইঞ্জিনে সাবমিট করার কৌশল:

১৫০টিরও বেশি চার্জ ইঞ্জিনে সাবমিট করুন আপনার ওয়েব সাইটিক খুব সহজে। ওয়েব সাইট তৈরী করলে আপনার কাজ শেষ নয়, ওয়েব সাইটকে বিশ্বের ভিজিটরের কাছে পৌঁছে দিতে হবে এবং এতেই ভিজিটর পাবেন। বিশ্বের ভিজিটরের কাছে পৌঁছাতে হলে আপনার সাইটিকে বিভিন্ন
চার্জ ইঞ্জিনে সাবমিট করতে হবে, এতেই আপনার সাইটিকে ভিজিটরেরা চার্জ করে পাবেন। আপনার সাইটের ভিজিটর বাড়াতে হবে কারন ভিজিটর আপনার ওয়েবসাইটের প্রাণ। এক্ষেত্রে চার্জ ইঞ্জিনের ভূমিকা অতুলনীয়। চার্জ ইঞ্জিনে আপনার সাইটিকে সাবমিট করা থাকলে চার্জ ইঞ্জিন তা সহজে খুঁজে বের করতে পারে। গুগুল, ইয়াহু বা এম,এস,এন এ.এস.কে চার্জ ইঞ্জিনের তালিকায় প্রথমে থাকলেও ইন্টারনেটে অজানা প্রায় ১০০০ এর বেশি চার্জ ইঞ্জিন রয়েছে। এসব চার্জ ইঞ্জিনে একে একে আপনার ওয়েব সাইট সাবমিট করা যেমনি কষ্টসাধ্য তেমনী সময়ের অপচয়। তাই একটি সাইট ব্যবহার করে আপনার ওয়েব সাইট সাবমিট করুন ১৫০টিরও বেশি চার্জ ইঞ্জিনে ।  আপনার ওয়েব সাইটকে সাবমিট করতে ব্রাউজ করুন http://websitesubmit.hypermart.net/freesubmit.htm এখানে ফ্রিতে আপনার সাইটটিকে সাবমিট করুন। ব্রাউজ করার পর হোম পেইজের প্রায় মাঝামাঝি URL of Page with Button এই লেখার ডান পাশে খালি বক্সে আপনার ওয়েব সাইটের ইউআরএল বা আপনার ওয়েব এড্রেসটি লিখুন বা পেস্ট করুন। এরপর FREE Site Submission! এই লেখার নিচে   URL এর বক্সে আপনার ওয়েব সাইটের এড্রেস লিখুন এবং ইমেইল এর ঘরে আপনার নিজস্ব যেকোন ইমেইল বা ওয়েব সাইটে প্রদত্ত ইমেইল এড্রেসটি লিখুন। এরপর নিচে প্রত্যেক চার্জ ইঞ্জিনের ডানে চেক বক্সে টিক চিহ্ন দিন, সর্বশেষ নিচে সাবমিট ইউর সাইট বাটনে ক্লিক করুন। এখন আপনার সাইটটি যে সমস্ত চার্জ ইঞ্জিনে সাবমিট হয়েছে প্রত্যেকের কাছ থেকে একটি নিশ্চিত করন ম্যাসেজ পাবেন। আপনার প্রদত্ত ইমেইলটি চেক করুন এবং সাবমিট নিশ্চিত করুন। এতে আপনার সাইট সাবমিটের কাজ শেষ।

No comments: