5.12.12

Earn of adsense বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন


নিজস্ব ওয়েব সাইটে এ্যাড বসিয়ে অনলাইন থেকে আয়ঃ
যারা ইন্টারনেট থেকে আয়ের উদ্দেশ্যে অনলাইনে নিয়মিত ভিজিট করে থাকেন তারা কম বেশি এ্যাডসেন্স সম্পর্কে জানেন। আসলে অনলাইন হতে আয়ের ভাল মাধ্যম হলো গুগল এ্যাডসেন্স।
আপনার ওয়েব সাইটে গুগলের এ্যাড বসিয়ে তা থেকে প্রচুর অর্থ আয় করতে পারেন। তবে অনেকে কেবল এ্যাড থেকে আয় করার জন্য কেবল গুগল এ্যাডসেন্সই চিনেন। কিন্তু সে রকম আরো সাইট রয়েছে গুগলের মত এ্যাড দিয়ে থাকে। তবে একেক সাইটের রয়েছে গুগলের মত একেক রকম শর্ত। তবে গুগল থেকে অনেক সাইটের রয়েছে সহজ শর্ত, যাতে আবেদনের পর এ্যাড পেতে সহজ হয়। তার মধ্যে http://www.Bidvertiser.comhttp://www.Adbrite.com এবং http://www.clicksor.com অন্যতম। এ ছাড়াও http://www.poishakori.com হলো বাংলা ওয়েব সাইটে এ্যাড দেওয়ার নিউইয়র্ক ভিত্তিক একটি সাইট যা সহজে বাংলা সাইটে এ্যাড দিয়ে থাকে। আমি প্রায় দেড় বছর যাবত সার্জ করে করো গুগল পেইজ রেংক যাচাই ও যারা এ ধরনের এ্যাড ব্যবহার করে প্রচুর অর্থ আয় করছে তাদের সাইট যাচাই-বাছাই করে অনেক গুলো সাইট আজ পাঠকের জন্য উপস্থাপন করলাম, আশা করি সকলের উপকারে আসবে। এখানে এক সাইটে অনেক গুলো এ্যাড কোম্পানীর লিংক www.adswiki.net রয়েছে যাহাতে রয়েছে অনেক এ্যাড প্রতিষ্ঠান। এছাড়াও অনেকে সময়ের অভাবে খোজ নিয়ে বা নেট থেকে সার্জ করে  এ ধরনের সাইট পাইনা, তাদের জন্য আজকের আমার এই পোষ্ট। উল্লেখ্য যে, আপনারা প্রত্যেক সাইটের টার্মস এন্ড কন্ডিশন গুলো পড়ে নিবেন, যাতে পরবর্তীতে এ্যাডের কমিশন পেতে কোন অসুবিধায় পড়তে না হয়। নিচে লিংক সমূহ উল্লেখ করা হলো। 
http://www.Adbrite.com
http://www.poishakori.com
http://www.chitika.com

No comments: