13.4.13

Approve Google adsense account within 2hours বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আপনার ওয়েব সাইটে বা ব্লগ সাইট-এ Adsense Account Approve করুন মাত্র ২ঘণ্টায়  
Google adsense হলো গুগলের বিজ্ঞাপন সংস্থা, গুগল এই শাখার মাধ্যমে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে থাকে। অনলাইনে আয়ের অনেক গুলো মাধ্যম রয়েছে যার মধ্যে গুগল এ্যাডসেন্স একটি ভাল মাধ্যম। যাদের ওয়েব সাইট রয়েছে কিন্তু তারা বার বার চেষ্টা করেও গুগলের এ্যাড পাচ্ছেন না, তারা একটু কৌশল করে এ্যাডসেন্স একাউন্ট অনুমোদন করতে পারেন এবং আপনার ওয়েব সাইটে গুগলের এ্যাড বসিয়ে তা থেকে প্রচুর অর্থ আয় করতে পারেন। কৌশলে কিভাবে গুগল অ্যাডসেন্স একাউন্ট খোলা যায় তা নিচে ধাপে ধাপে ছবিসহ উপস্থাপন করা হলো।

১) একটা নতুন Gmail id লাগবে, পুরাতন হলেও সমস্যা নাইকিন্তু আগে অ্যাডসেন্স এ অ্যাপ্লাই করেছেন কিন্তু অনুমোদন হয়নি। অনুগ্রহ করে এই gmail আইডি ব্যবহার করবেন না তবে নতুন জিমেইল id  হলে ভাল হয়
২) এই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব এ লগইন করুন বা ইউটিউব-এ একাউন্ট না থাকলে একাউন্ট খুলুন।
৩) একটা ভিডিও আপলোড করুননেট থেকে ডাউনলোড করা কোন ভিডিও আপলোড করবেন না এমন একটা ভিডিও আপলোড করুন, যাহা আপনার মোবাইলে তোলা এবার ছবিতে লক্ষ্য করুন।

প্রথমে নিচের নির্দেশনা পালন করুন:
৪) Go to www.youtube.com>>My Channel >>Click on your Video Title>>Channel Setting>> Select United State as your country as the images below







৫) আমাদের মত কিছু দেশে ইউটিউব এর Momitize (Mometize হলো ইউটিউব এর টাকা আয়ের উৎস) সাপোর্ট করে নাতাই আমাদেরকে দেশের জায়গায় ইউনাইটেড স্টেট্‌স সিলেক্ট করতে হবে চিন্তা করবেন না, যখন আমরা এ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করবো তখন বাংলাদেশ সিলেক্ট করবো। 
৬) তারপর  go to http://www.youtube.com/account_monetization To Monetize your Video Channel
৭) Enable Your YouTube Channel For monetization as like the images belowছবির মত দেখে ইউটিউব থেকে  monetization এনাবল করুন

১২) এখন click on “associate an Adsense account”
১৩) তারপর Click on "Next"

১৪) নেক্সট-এ ক্লিক করুন You will be redirected to Adsense  

১৮) এখন আপনি আপনার অ্যাডসেন্স নামক সোনার হরিণের দেখা পেলেনএখন বলে দিচ্ছি কেমন করে অ্যাডসেন্স-এ আপনার ব্লগ সাইটটি অ্যাড করবেনতার জন্য যা যা করতে হবে
* আপনার ব্লগের অ্যাকাউন্ট-এ লগইন করুন
* ব্লগার সেটিং থেকে আর্নিং-এ ক্লিক করুন তারপর ক্লিক করুন Switch to adsense account-
* অ্যাডসেন্স অ্যাকাউন্ট-এ লগইন করে আপনার ব্লগটি অ্যাডসেন্স-এ অ্যাড করুন
*আপনি গুগল থেকে আর একটা confirmation ইমেইল পাবেনএর ৩০মিনিট পরে দেখবেন গুগল অ্যাডসেন্স এর অ্যাড দেখা যাবে আপনার ব্লগ-এ
যদি আপনি উপরোক্ত কাজ সমূহ ঠিকভাবে করতে পারেনআশা করি ইনশাআল্লাহ সফল হবেন ধন্যবাদ




No comments: